রাতে কাপড়-চোপড় বাইরে রাখলে ক্ষতি আছে কি?

 

রাতে কাপড়-চোপড় বাইরে রাখলে ক্ষতি আছে কি?

জিজ্ঞাসা–: আস্সালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। হজরত, আমার প্রশ্নঃ রাতে ভেজা বা শুকনো কাপড় বাহিরে রাখলে শয়তান প্রশ্রাব করে দেয় এটা কতটুকু সত্য? জানালে উপকৃত হব।–মোঃ আনিসুর রহমান।

জবাব: وعليكم السلام ورحمة الله

প্রিয় প্রশ্নকারী ভাই, রাতে ভেজা বা শুকনো কাপড় বাহিরে রাখলে শয়তান পেশাব করে দেয়; এমন কথার কোনো ভিত্তি নেই। তবে ঘুমানোর একটি সুন্নাত হল, ঘরের দরজা আল্লাহর নামে বন্ধ করে ঘুমানো। কেননা রাসূলুল্লাহ ﷺ বলেছেন,

وَأَغْلِقُوا الْأَبْوَابَ ، وَاذْكُرُوا اسْمَ اللَّهِ ، فَإِنَّ الشَّيْطَانَ لَا يَفْتَحُ بَابًا مُغْلَقًا

যখন সন্ধ্যা হয়, আল্লাহর নাম নিয়ে (বিসমিল্লাহ বলে) ঘরের দরজা বন্ধ করবে। কেননা, শয়তান বন্ধ দরজা খুলতে পারে না। (বুখারী ৫৬২৩)

এর দ্বারা উদ্দেশ্য হল, নিজেদের জান-মালের হেফাজত করা। আর রাতে বাইরে কাপড়-চোপড় থাকলে চুরি হতে পারে কিংবা বাতাসেও নিয়ে যেতে পারে। আবার কোনো কিছু পড়ে কাপড় ময়লা বা নাপাকও হয়ে যেতে পারে। এজন্য ঘরে নিয়ে আসাই শ্রেয়।

والله أعلم بالصواب
Post a Comment (0)
Previous Post Next Post