পিরিয়ডের সময় নামাজ পড়ার বিধান কী?

 

পিরিয়ডের সময় নামাজ পড়ার বিধান কী?

জিজ্ঞাসা–: মেয়েদের পিরিয়ডের সময়ে কি নামাজ পড়া যাবে? পিরিয়ডের সময় নামাজ পড়ার বিধান কি?–Rabiul Hossain

জবাব: মেয়েদের পিরিয়ড চলাকালীন নামাজ পড়া নিষেধ। এই নামাজ পরবর্তীতে কাযা করারও প্রয়োজন নেই। পিরিয়ড থেকে সুস্থ হওয়ার পর গোসল করে পবিত্রতা অর্জন করে নামাজ শুরু করবে। হাদীসে এসেছে, আয়েশা রাযি. হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন,

 فَإِذَا أقْبَلَتْ حَيْضَتُكِ فَدَعِي الصَّلَاةَ، وإذَا أدْبَرَتْ فَاغْسِلِي عَنْكِ الدَّمَ ثُمَّ صَلِّي

হায়েয দেখা দিলে নামায ছেড়ে দাও। আর হায়েযের সময় শেষ হয়ে গেলে রক্ত ধুয়ে নাও এবং নামায আদায় কর। (বুখারী ২২৮ মুসলিম ৩৩৩)

والله أعلم بالصواب
Post a Comment (0)
Previous Post Next Post