পরিবর্তনকে গ্রহণ করতে হয়।

 ৩টি গল্পঃ

০১. নকিয়া অ্যান্ড্রয়েডকে গ্রহণ করেনি।

০২. ইয়াহু গুগলকে প্রত্যাখ্যান করেছিলো।

০৩. কোডাক এড়িয়ে গিয়েছিলো ডিজিটাল ক্যামেরাকে।


শিক্ষাঃ

০১. ঝুঁকি নিতে হয়।

০২. পরিবর্তনকে গ্রহণ করতে হয়।

০৩. সময়ের সাথে পরিবর্তিত হতে না-চাইলে, বাতিল হয়ে যেতে হয়।


আর ২টি গল্পঃ

০১. ফেসবুক নিয়ে নিয়েছে হোয়াটসঅ্যাপ ও ইন্সটাগ্রামকে।

০২. দক্ষিণপূর্ব এশিয়ায় গ্র‍্যাব নিয়ে নিয়েছে উবারকে।


শিক্ষাঃ

০১. নতুন আইডিয়ায় মনোযোগ দিতে হবে।


আরও ২টি গল্পঃ

০১. কর্নেল স্যান্ডার্স কেএফসি প্রতিষ্ঠা করেছেন ৬৫ বছর বয়সে।

০২. জ্যাক মা, যিনি 'কেএফসি'-তে চাকরি পাননি, প্রতিষ্ঠা করেছেন 'আলিবাবা' এবং ৫৫ বছর বয়সে অবসরে চলে গেছেন।


শিক্ষাঃ

০১. বয়স একটি সংখ্যা মাত্র।

০২. যারা চেষ্টায় থাকে, শুধুমাত্র তারাই সফল।


শেষ, কিন্তু শেষ নয়ঃ

০২. ল্যামবোর্ঘিনি প্রতিষ্ঠা করেছেন একজন ট্রাক্টর-নির্মাতা, ফেরারি'র প্রতিষ্ঠাতা তাকে অপমান করেছিলো বলে এবং এর প্রতিশোধ হিসেবে।


শিক্ষাঃ

কাউকে তুচ্ছ ভাবতে নেই, কক্ষনো না।

স্রেফ পরিশ্রম করে যেতে হবে,

সময়কে বুদ্ধিমত্তার সাথে ইনভেস্ট করতে হবে,

ব্যর্থতাকে ভয় পাওয়া যাবে না।


সংগৃহীত এবং সংশোধিত

Post a Comment (0)
Previous Post Next Post