সোনার হরফে আঁকা শায়েখ রহ. এর বাণী সমূহ

 সোনার হরফে আঁকা শায়েখ রহ. এর বাণী সমূহ


১.ঠেলা গাড়ি হয়ো না, প্রাইভেটকার হও। তোমার মাধ্যমে জাতির অনেক কাজ হবে।

২.বনতে হলে আল্লাহ ওয়ালাদের সোহবত লাগবে।

৩. কুরআনী শিক্ষা থেকে যদি জাতি সরে যায়  দ্বীনও যাবে, দেশও যাবে।

৪.এদেশে যদি কুরআনের শিক্ষা থাকে,দ্বীনের হেফাজত হবে দেশেরও হেফাজত হবে।

৫.দ্বীনি প্রোগ্রাম সবটাই গুরুত্বপূণ ছোট বড় হিসেবে বিভাজন করা ঠিক নয়।

৬.কওমী মাদ্রাসা হলো জান্নাতী লোক ও আদর্শ নাগরিক তৈরির কারখানা।

৭.যে ব্যক্তি দুনিয়ার প্রতি লোভের কারণে অথবা বাতেল কিংবা তাগুত শক্তির ভয়ে হক পথ থেকে সরে যায় সে কখনো হক্কানী আলেম হতে পারে না।

৮.ওয়ারিছে নবী হওয়র জন্য ৩টি শর্ত।

 ১) তাফাক্কুহ ফিদ্দীন ২) তাহাফ্ফুজে দ্বীন ৩) ইশাআতে দ্বীন।

৯-জাতির ক্বায়েদ হওয়ার জন্য ২টি শর্ত।।১) ইলম ২) আমানাত।

১০-উম্মতে মুসলিমার অধপতনের কারণ হলো কুরআন আঁকড়ে না ধরা এবং পরস্পরে বিভাদে লিপ্ত থাকা।

১১-সফলতার জন্য চেষ্টার বিকল্প নেই।

১২-দ্বীনি শিক্ষা ব্যক্তির দাম বাড়ায়, আর জাগতিক শিক্ষা বস্তুর দাম বাড়ায় ব্যক্তির নয়।

১৩-উলামায়ে কেরাম হলেন সমাজের ক্বলব। সুতরাং যখন কলব ঠিক থাকে তখন দেহ ভালো থাকে আর যখন কলব নষ্ট হয়ে যায় তখন দেহ নষ্ট হয়ে যায়।

১৪-দ্বীন আমাদের মুখাপেক্ষী নয় বরং আমরা দ্বীনের মুখাপেক্ষী।

১৫-ভবন আর বিল্ডীং এর নাম মাদ্রাসা নয় বরং মাদ্রাসা হলো উস্তাদ ও ছাত্রের সমুষ্টির নাম।

১৬-দ্বীনের উপর অটল থাকতে চাইলে অবশ্যই কোন মুরশিদে কামেলের সাথে রূহানী সম্পর্ক রাখতে হবে।

১৭-ধৈর্য ও সহনশীলতা দ্বীনের দায়ীদের জন্য আবশ্যক। কারণ আহুত সমস্যাবলীর জন্য ধয্যর্ ও সহনশীলতার বিকল্প নেই।

১৮-গুনাহ করে তাওবা করে নেয়া হলো প্রকৃত মানুষের কাজ , আর  তাওবা ও লজ্জিত  না হওয়া হলো সয়তানের গুন।

১৯-দ্বীনি মাদ্রাসা হলো আখেরাতের জন্য নৌকা সরূপ।

২০-ইলমুল ওহী হলো শাহী ইলম, সুতরাং তার জন্য শাহী দেমাগের প্রয়োজন।

২১-জীবিকা উপার্জন করা সহজ কিন্তু হালাল উপার্জন করা কঠিন।

২২-মেধার বিকল্প চেষ্টা রয়েছে কিন্তু চেষ্টার কোন বিকল্প নেই।

২৩-কারো প্রশংসা কিংবা হেয় প্রতিপন্ন করার ক্ষেত্রে অতিরঞ্জন করতে নাই।

২৪-কুরআন শিক্ষার প্রচার প্রসার যত বেশি হবে দ্বীন তত বেশি সংরক্ষিত হবে।

২৫-প্রাশ্চাত্য কুসংস্কার দূরভিত করার জন্য  ইসলামী সংস্কারের প্রচার—প্রসার বেশি বেশি করতে হবে।

২৬-আহলে ইলমদের কাজ ভিন্ন ভিন্ন হতে পারে তবে চিন্তা—ফিকির হতে হবে অভিন্ন।

২৭-আবুল কালাম নয় বরং আবুল আমল হও অথার্ৎ কথা কম,কাজ বেশী ।

২৮-ইলম হলো পবিত্র। কারণ তা আল্লাহর  সিফাত সুতরাং আলেমের মন ও দেহ পবিত্র হওয়া আবশ্যক।

২৯-দুনিয়ার প্রতি লোভী হয়ে তোমরা ঈমান কে বিক্রি করে দিও না। কেননা দুনিয়ার মূল্য অস্থায়ী আর ঈমানের মূল্য চিরস্থায়ী।

৩০-পরামর্শ করে সব কাজ করো তাহলে কেউ তোমার কাজে নাক গলাবে না। আর পরামর্শ ছাড়া কাজ করলে তাতে সবাই নাক গলাবে। 


আল্লাহ্ উস্তাদে মুহতারামের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন।


১.ঠেলা গাড়ি হয়ো না, প্রাইভেটকার হও। তোমার মাধ্যমে জাতির অনেক কাজ হবে।

২.বনতে হলে আল্লাহ ওয়ালাদের সোহবত লাগবে।

৩. কুরআনী শিক্ষা থেকে যদি জাতি সরে যায়  দ্বীনও যাবে, দেশও যাবে।

৪.এদেশে যদি কুরআনের শিক্ষা থাকে,দ্বীনের হেফাজত হবে দেশেরও হেফাজত হবে।

৫.দ্বীনি প্রোগ্রাম সবটাই গুরুত্বপূণ ছোট বড় হিসেবে বিভাজন করা ঠিক নয়।

৬.কওমী মাদ্রাসা হলো জান্নাতী লোক ও আদর্শ নাগরিক তৈরির কারখানা।

৭.যে ব্যক্তি দুনিয়ার প্রতি লোভের কারণে অথবা বাতেল কিংবা তাগুত শক্তির ভয়ে হক পথ থেকে সরে যায় সে কখনো হক্কানী আলেম হতে পারে না।

৮.ওয়ারিছে নবী হওয়র জন্য ৩টি শর্ত।

 ১) তাফাক্কুহ ফিদ্দীন ২) তাহাফ্ফুজে দ্বীন ৩) ইশাআতে দ্বীন।

৯-জাতির ক্বায়েদ হওয়ার জন্য ২টি শর্ত।।১) ইলম ২) আমানাত।

১০-উম্মতে মুসলিমার অধপতনের কারণ হলো কুরআন আঁকড়ে না ধরা এবং পরস্পরে বিভাদে লিপ্ত থাকা।

১১-সফলতার জন্য চেষ্টার বিকল্প নেই।

১২-দ্বীনি শিক্ষা ব্যক্তির দাম বাড়ায়, আর জাগতিক শিক্ষা বস্তুর দাম বাড়ায় ব্যক্তির নয়।

১৩-উলামায়ে কেরাম হলেন সমাজের ক্বলব। সুতরাং যখন কলব ঠিক থাকে তখন দেহ ভালো থাকে আর যখন কলব নষ্ট হয়ে যায় তখন দেহ নষ্ট হয়ে যায়।

১৪-দ্বীন আমাদের মুখাপেক্ষী নয় বরং আমরা দ্বীনের মুখাপেক্ষী।

১৫-ভবন আর বিল্ডীং এর নাম মাদ্রাসা নয় বরং মাদ্রাসা হলো উস্তাদ ও ছাত্রের সমুষ্টির নাম।

১৬-দ্বীনের উপর অটল থাকতে চাইলে অবশ্যই কোন মুরশিদে কামেলের সাথে রূহানী সম্পর্ক রাখতে হবে।

১৭-ধৈর্য ও সহনশীলতা দ্বীনের দায়ীদের জন্য আবশ্যক। কারণ আহুত সমস্যাবলীর জন্য ধয্যর্ ও সহনশীলতার বিকল্প নেই।

১৮-গুনাহ করে তাওবা করে নেয়া হলো প্রকৃত মানুষের কাজ , আর  তাওবা ও লজ্জিত  না হওয়া হলো সয়তানের গুন।

১৯-দ্বীনি মাদ্রাসা হলো আখেরাতের জন্য নৌকা সরূপ।

২০-ইলমুল ওহী হলো শাহী ইলম, সুতরাং তার জন্য শাহী দেমাগের প্রয়োজন।

২১-জীবিকা উপার্জন করা সহজ কিন্তু হালাল উপার্জন করা কঠিন।

২২-মেধার বিকল্প চেষ্টা রয়েছে কিন্তু চেষ্টার কোন বিকল্প নেই।

২৩-কারো প্রশংসা কিংবা হেয় প্রতিপন্ন করার ক্ষেত্রে অতিরঞ্জন করতে নাই।

২৪-কুরআন শিক্ষার প্রচার প্রসার যত বেশি হবে দ্বীন তত বেশি সংরক্ষিত হবে।

২৫-প্রাশ্চাত্য কুসংস্কার দূরভিত করার জন্য  ইসলামী সংস্কারের প্রচার—প্রসার বেশি বেশি করতে হবে।

২৬-আহলে ইলমদের কাজ ভিন্ন ভিন্ন হতে পারে তবে চিন্তা—ফিকির হতে হবে অভিন্ন।

২৭-আবুল কালাম নয় বরং আবুল আমল হও অথার্ৎ কথা কম,কাজ বেশী ।

২৮-ইলম হলো পবিত্র। কারণ তা আল্লাহর  সিফাত সুতরাং আলেমের মন ও দেহ পবিত্র হওয়া আবশ্যক।

২৯-দুনিয়ার প্রতি লোভী হয়ে তোমরা ঈমান কে বিক্রি করে দিও না। কেননা দুনিয়ার মূল্য অস্থায়ী আর ঈমানের মূল্য চিরস্থায়ী।

৩০-পরামর্শ করে সব কাজ করো তাহলে কেউ তোমার কাজে নাক গলাবে না। আর পরামর্শ ছাড়া কাজ করলে তাতে সবাই নাক গলাবে। 


আল্লাহ্ উস্তাদে মুহতারামের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন।!

Post a Comment (0)
Previous Post Next Post