বন্ধ বিয়ে কাটার ও দ্রুত বিয়ে হওয়ার আমল



 বন্ধ বিয়ে কাটার ও দ্রুত  বন্ধ বিয়ে কাটার ও দ্রুত বিয়ে হওয়ার আমল হওয়ার আমল

নিচের আয়াত প্রতিদিন তিনটাইম

২১ বার করে পাঠ করে পানিতে ফু দিয়া 

সেই পানি পান কবে (পানি পড়া ৩ মাস পান করবেন)


ٱلرَّحْمَٰنُ وَيَبْقَىٰ وَجْهُ رَبِّكَ ذُو ٱلْجَلَٰلِ وَٱلْإِكْرَامِ تَبَٰرَكَ ٱسْمُ رَبِّكَ ذِى ٱلْجَلَٰلِ وَٱلْإِكْرَامِ فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ


দ্বিতীয়

এরপর প্রতিদিন গোসল এর আগে।শরীষার তেলের উপর নিচের আয়াত ১৪ বার পাঠ করে ফু দিয়ে সেই তেল সম্পূর্ণ 

শরীরে মালিশ করবে।

 এই আমল ৩ মাস করিবে।


طس ۚ تِلْكَ آيَاتُ الْقُرْآنِ وَكِتَابٍ مُبِينٍ اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ سَبَّحَ لِلَّهِ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ ۖ وَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ 


তৃতীয়


এরপর চিরনির উপর নিচের আয়াত প্রতিদিন ৩ বার 

পাঠ করে ফু দিয়ে সেই চিরনি দিয়ে মাথা আচরাবে। 


هُوَ ٱللَّهُ ٱلَّذِى لَآ إِلَٰهَ إِلَّا هُوَ عَٰلِمُ ٱلْغَيْبِ وَٱلشَّهَٰدَةِ هُوَ ٱلرَّحْمَٰنُ ٱلرَّحِيمُ  

هُوَ ٱللَّهُ ٱلَّذِى لَآ إِلَٰهَ إِلَّا هُوَ ٱلْمَلِكُ ٱلْقُدُّوسُ ٱلسَّلَٰمُ ٱلْمُؤْمِنُ ٱلْمُهَيْمِنُ ٱلْعَزِيزُ ٱلْجَبَّارُ ٱلْمُتَكَبِّرُ سُبْحَٰنَ ٱللَّهِ عَمَّا يُشْرِكُونَ هُوَ ٱللَّهُ ٱلْخَٰلِقُ ٱلْبَارِئُ ٱلْمُصَوِّرُ لَهُ ٱلْأَسْمَآءُ ٱلْحُسْنَىٰ يُسَبِّحُ لَهُۥ مَا فِى ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ وَهُوَ ٱلْعَزِيزُ ٱلْحَكِيمُ 


চতুর্থ


তারপর প্রতিরাতে নিচের দোয়া ৩০০ বার করে পাঠ 

করবে। 


الرَّحْمَنُ الرَّحِيمُ الْفَتَّاحُ الْعَظِيمُ ذُو الْجَلَالِ وَالْإِكْرَامِ مَالِكُ الْمُلْكِ الْبَرُّ


পঞ্চম 

সূরা ইউনুসের ৮০-৮১ নং আয়াত প্রতি রাতে একশতবার পাঠ করবে এবং নিজের শরীরের উপর ফু দিবে।আর"ইয়া ফাত্তাহু"যেকোনো নামাজের পরে একচল্লিশ বার পাঠ করবে।


এই আমল পরীক্ষিত। 

তদবির জগতে অনেক কিতাবে এগুলো লিপিবদ্ধ রয়েছে বিক্ষিপ্ত আকারে। 

যতো কঠিন বিয়া বন্ধ থাকুক না কেনো কেটে যাবে ইনশাআল্লাহ।

আর অতি তারাতাড়ি বিয়ে হবে ইনশাআল্লাহ।


আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন

https://www.facebook.com/profile.php?id=100085690721184&mibextid=ZbWKwL


Post a Comment (0)
Previous Post Next Post