তরকারিতে ঝাল খেয়ো না
নুন খেওনা দুধে
মিথ্যে কথা কেউ বলো না
হাত দিও না সুদে ।
অকারণে রাত জেগো না
ঘুম যেওনা ভোরে
মেয়ে শিশু কেউ দিও না
পর পুরুষের ক্রোড়ে।
শিশুর হাতে কেউ কখনো
ফোন দিও না তুলে
বউয়ের কাছে কেউ দিও না
গোপন কথা বলে।
রাগ করে ভাই সব করিও
বউ ছেড়ো না রাগে
কেউ কখনো মন দিও না
বিয়ে করার আগে ।
উপদেশ
ফেরদৌস আহমেদ