সে'ক্সের পেছনে ছুটলে সে'ক্স পাওয়া যায়।

 সে'ক্সের পেছনে ছুটলে সে'ক্স পাওয়া যায়।


শিক্ষার পেছনে ছুটলে শিক্ষা ও সে'ক্স পাওয়া যায়।

ক্যারিয়ারের পেছনে ছুটলে ক্যারিয়ার, শিক্ষা ও সে'ক্স পাওয়া যায়।

টাকার পেছনে ছুটলে টাকা, ক্যারিয়ার, শিক্ষা ও সে'ক্স পাওয়া যায়।

ক্ষমতার পেছনে ছুটলে ক্ষমতা, টাকা, ক্যারিয়ার, শিক্ষা ও সে'ক্স পাওয়া যায়।


লক্ষ্য যা, তা অর্জন করা যায়ই, কমবেশি।

অথচ আমরা লক্ষ্য নির্ধারণ করি ভুল।

সে'ক্সের পেছনে ছুটে বাকি সবই হারাই।


সে'ক্স যতোটা এক্সসাইটিং, তার চেয়ে বেশি এক্সসাইটিং পড়াশোনা। কারণ পরের অর্জনটা আগেরটাকে অর্জন সহজ করে দেয়। সমস্যাটি হলো— আমরা সব এক্সসাইটমেন্ট ফিল করতে জানি না। চুমুর স্পর্শের চেয়ে টাকার শব্দ কম আরামদায়ক নয়।

Post a Comment (0)
Previous Post Next Post